পূর্বাভাস বাংলা ব্লগ
সোনার বাংলা গডবো আমরা এক হয়ে
google add
Sunday, May 3, 2015
Thursday, December 4, 2014
মৃত ঘোড়া সমাচার

Wednesday, November 26, 2014
দোহাই, আমাদের শিশুদের ক্রিমিনাল বানাবেন না
এতো দুঃখ নিয়ে আমি এর আগে কখনো কাগজ কলম নিয়ে বসিনি।
গত বছর যখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সবাই মিলে চিৎকার চেচামেচি করছিলাম, তখন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বলে গেছে আসলে প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিছু কিছু ‘‘সাজেশন’’ প্রশ্নপত্রের সাথে ঘটনাক্রমে মিলে গেছে মাত্র। যারা এটা বলেছেন তারা নিজেরাও জানেন, দেশের মানুষ এতো বড় নির্বোধ নয় যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই কথাগুলো বিশ্বাস করবে।
গত বছর যখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সবাই মিলে চিৎকার চেচামেচি করছিলাম, তখন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বলে গেছে আসলে প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিছু কিছু ‘‘সাজেশন’’ প্রশ্নপত্রের সাথে ঘটনাক্রমে মিলে গেছে মাত্র। যারা এটা বলেছেন তারা নিজেরাও জানেন, দেশের মানুষ এতো বড় নির্বোধ নয় যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই কথাগুলো বিশ্বাস করবে।
Monday, November 24, 2014
রাস্তায় পুলিশ দেখি পার হতে দিচ্ছে না
।রাস্তায় পুলিশ দেখি পার হতে দিচ্ছে না
তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।
আথাৎ,
আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।
তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।
আথাৎ,
আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।
Subscribe to:
Posts (Atom)