।রাস্তায় পুলিশ দেখি পার হতে দিচ্ছে না
তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।
আথাৎ,
আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।
সারা ঢাকাতই বোধয় একই ভাবে কাজ করতেছে,
সাধুবাদ জানাই তাদের। কিন্তু সমস্যার মূলে গিয়ে সমাধাণ না করে এই অর্থ হীন সমাধাণের কোন অর্থ নাই।
আমার মনে হয়।
কার কাছে কি মনে হয় সেটা হয়তো আমি ভালো বলতে পারব না।
আবার দেখলাম পথচারি দের কাছ থেকে জরিমানা ও আদায় করছে। মানুষ পারাপারের ভাল কোন উপায় নেই। খামোখা মানুষ কে হয়রানি করছে। (কারওয়ান বাজারের অবস্থা বলছি, অন্যগুলা ভিন্ন হতে পারে)
তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।
আথাৎ,
আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।
সারা ঢাকাতই বোধয় একই ভাবে কাজ করতেছে,
সাধুবাদ জানাই তাদের। কিন্তু সমস্যার মূলে গিয়ে সমাধাণ না করে এই অর্থ হীন সমাধাণের কোন অর্থ নাই।
আমার মনে হয়।
কার কাছে কি মনে হয় সেটা হয়তো আমি ভালো বলতে পারব না।
আবার দেখলাম পথচারি দের কাছ থেকে জরিমানা ও আদায় করছে। মানুষ পারাপারের ভাল কোন উপায় নেই। খামোখা মানুষ কে হয়রানি করছে। (কারওয়ান বাজারের অবস্থা বলছি, অন্যগুলা ভিন্ন হতে পারে)
No comments:
Post a Comment