google add

Sunday, October 26, 2014

বাংলাদেশ! এক আশ্চর্য রূপী মানুষের আবাসস্থল।

বাংলাদেশ!
এক আশ্চর্য রূপী মানুষের আবাসস্থল।
যেখানে দেশের সবছেয়ে বড় শত্রু হয়েও, কিছু মানুষের পরম বন্দু ও শ্রদ্ধার পাত্র।
আবাক এক বাংলাদেশে বাস করি আমরা, যেখানে সে দেশের যুদ্ধঅপরাধী দের জন্য, “হরতাল” দেওয়া হয়।
তাও আবার সেই হরতালে গরিবের পেটে, লাথি মারা হয়।
একি বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু
এই জিনিস টা কাজে লাগানো হয়?
নাকি, এদেশের সাধারন মানুষের ধর্মের প্রতি শ্রদ্ধাটার।
দূর্ব্যবহার করা হয়?

No comments:

Post a Comment