
তাদের একজন ল্যাফটেন্যান্ট জেনারেল কামাল মতিনউদ্দিন তার সম্পর্কে লিখেছেন ডঃ মুনতাসির মামুন 'পাকিস্তানী জেনারেলদের মন' বইতে। একটু লক্ষ করলে দেখবেন পাকিস্তানী উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রায় সবাই ছিলেন প্রবল বাঙালী বিদ্বেষী। তাদের বাংলা বিদ্বেষের পরিচয় পাওয়া যায় তাদের লেখা বিভিন্ন আত্মজীবনীতে। সেরকমই একজন বাঙালী বিদ্বেষী লেফটেন্যান্ট জেনারেল কামাল মতিনউদ্দিন; ছিলেন প্রচন্ড হিন্দু বিদ্বেষী একজন মানুষ, তিনি তার অধিনস্ত বাঙালী সৈনিকদের নাম ধরে ডাকতেন না, বাঙাল বলতেন।