google add

Showing posts with label নিজের লেখা. Show all posts
Showing posts with label নিজের লেখা. Show all posts

Monday, November 24, 2014

রাস্তায় পুলিশ দেখি পার হতে ‍দিচ্ছে না

।রাস্তায় পুলিশ দেখি পার হতে ‍দিচ্ছে না
তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।
আথাৎ,
আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে ‍ যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।

Wednesday, October 29, 2014

এটা দেইক্ষা, সাকা চৌঃ কথা না কইয়া আমি আর থাকতে পারলাম না।

নায়িকা

স্টার জলসায় একটা সিরিয়াল দেখে!

আমি তো চোদনা হয়ে গেলাম !

মানুষকে তারা কি ভাবে পাগল বানাচ্যে তা দেখে।
ওদের দোষ আর কত দেব, সিরিয়াল খোর মানুষ গুলোই তো আসলে পাগল।

ওরা তো টাকার জন্য কত কিছুই করতে পারে।

গত রোজার্ ঈদের আগে, আমি আমার গ্রামের বাড়ীর মহিলাদের কারনে একটা সিরিয়াল দেখতে বাধ্য হয়েছিলাম। সিরিয়াল টার নাম “আকাশ টা আচল”

Sunday, October 26, 2014

বাংলাদেশ! এক আশ্চর্য রূপী মানুষের আবাসস্থল।

বাংলাদেশ!
এক আশ্চর্য রূপী মানুষের আবাসস্থল।
যেখানে দেশের সবছেয়ে বড় শত্রু হয়েও, কিছু মানুষের পরম বন্দু ও শ্রদ্ধার পাত্র।
আবাক এক বাংলাদেশে বাস করি আমরা, যেখানে সে দেশের যুদ্ধঅপরাধী দের জন্য, “হরতাল” দেওয়া হয়।
তাও আবার সেই হরতালে গরিবের পেটে, লাথি মারা হয়।
একি বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু
এই জিনিস টা কাজে লাগানো হয়?
নাকি, এদেশের সাধারন মানুষের ধর্মের প্রতি শ্রদ্ধাটার।
দূর্ব্যবহার করা হয়?