![]() |
নায়িকা |
আমি তো চোদনা হয়ে গেলাম !
মানুষকে তারা কি ভাবে পাগল বানাচ্যে তা দেখে।
ওদের দোষ আর কত দেব, সিরিয়াল খোর মানুষ গুলোই তো আসলে পাগল।
ওরা তো টাকার জন্য কত কিছুই করতে পারে।
গত রোজার্ ঈদের আগে, আমি আমার গ্রামের বাড়ীর মহিলাদের কারনে একটা সিরিয়াল দেখতে বাধ্য হয়েছিলাম। সিরিয়াল টার নাম “আকাশ টা আচল”
টুসু (নায়িকা) কে মেরে ফেলেছে মুন্নি (খল নায়িকা অর্থাত নায়কের ২য় বউ)
নায়িকা যে ভাবে বেছে যায় ও সে ভাবে বেছে গেল। তার পর তারপর তার এক অন্ধ ভাই তাকে আস্রয় দিল। (যেটা সাধারণত হয় আরকি)
এখন টুসু হাজার হাজার কোটি টাকার মালিক। (যেটা সাধারণত হয় আরকি)
এখন সে মুন্নিকে পথের ভিকারি বানিয়ে দিয়েছে। (যেটা সাধারণত হয় আরকি)
টুসু যে তাদের পথের ভিকারি বানিয়েছে এটা মুন্নি, ইভেন ওদের পরিবারের কেহই জানে না।
টুসু মুখের উপর একটা রুমাল দিয়ে(বাংলা দেশে বিয়ের দিন দুলা মুখের উপর যে ভাবে রুমাল দেয়) তাদের সাথে কথা বলে, ইভেন- ফোনেও কথা বলে।
এটা হল কাহিনি ।
যে কারনে বলছি মানুষ পাগল বনতেছে। সেটা হল, (কেরবান ঈদের একমাস পর) আমি আবার আমার সাবলেট বাসার আন্টির কারনে, ঐ সিরিয়াল টা দেখার দূর্ভাগ্য হল। এবার যেটা দেখলাম (তিন মাস পর) টুসু সেই একি বেসে। এখন পর্যন্ত তারা টুসু কে চিনতে পারল না।
এটা দেইক্ষা, সাকা চৌঃ কথা না কইয়া আমি আর থাকতে পারলাম না।
No comments:
Post a Comment