google add

Thursday, October 30, 2014

নিজামীকে মন্ত্রী করাটা শহীদদের গালে চড় দেয়ার শামিল

নিঝামি হারামঝাদা
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে বাংলাদেশের মন্ত্রী করাটা ছিল মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিতদের গালে চড় দেয়ার শামিল।


বুধবার নিজামীর রায়ের পর্যবেক্ষনে এ কথা বলেন ট্রাইব্যুনাল। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, নিজামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিতে ধর্মের অপব্যবহার করেছিলেন।


আলবদর বাহিনী সম্পর্কে রায়ে বলা হয়, নিজামী শুধু আলবদর বাহিনীর প্রধানই ছিলেন না, এটি গঠনের ক্ষেত্রেও মূল হোতা ছিলেন। তিনি ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন, যা বর্তমানে ছাত্রশিবির নামে পরিচিত।

আলবদর বাহিনী ছিল ছাত্রসংঘের ‘অ্যাকশন সেকশন’। স্পষ্টতই ছাত্রসংঘ ও আলবদরের ওপরে নিজামীর দৃঢ় নিয়ন্ত্রণ ছিল। নিজামী মনপ্রাণ দিয়ে শুধু বাংলাদেশের বিরোধীতাই করেননি, তিনি পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী, আজহারুল হক ও হুমায়ুন কবিরের হত্যাকান্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

No comments:

Post a Comment