
ক্যাপ্টেন আজিজের নেতৃত্বাধীন ৩নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহন। স্ত্রী জয়তেরা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরন। অন্যের বাড়িতে খেয়ে না খেয়ে স্বজনদের নিয়ে কোনরকম বেঁচে আছেন। মোঃ আব্দুস সালাম ৭ নং সেক্টরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ওহিদুর রহমানের অধিনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। স্ত্রী রেহেনা বেগম (৫০) প্যারালাইজড রোগে। আব্দুস সামাদ টেম্পু ষ্টেন্ডে দিনমজুরের কাজ করেন। নিজস্ব পরিচয় পত্র যার মুক্তি বার্তা নং-০৩০৫০২০০৮৮ দেখিয়ে বলেন, এটিই আমার অহংকার।